বালাগ-উল-কুরআন ওয়েব সাইটটি সম্পূর্ণরুপে পবিত্র কুরআন প্রচারকারী একটি মাধ্যম মাত্র। আল্লাহর বিধান মানুষের জীবনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মানুষ ভিত্তিহীন। তাছাড়া পরিপূর্ণ ইমান ব্যতিরেকে মানুষের জীবনের সকল কর্ম নিষ্ফল হয়ে যায়। আর এগুলি ঘটে শুধু মাত্র আল্লাহ প্রদত্ত বিধান না জানার কারণে।
তাই পবিত্র কুরআনকে সহজবোধ্য করে প্রত্যেক মানুষের কাছে উপস্থাপন করা এবং এ সত্য জানতে ও মানতে সাহায্য ও উদ্বু্দ্ধ করা প্রত্যেকেরই ইমানী দায়ীত্ব। আর সে দায়ীত্ববোধ থেকে আমাদের এ প্রয়াস। পবিত্র কুরআনে আল্লাহ্ নির্দেশ দিয়েছেন,
“হে মু’মিনগণ! আল্লাহ্কে ভয় কর এবং সঠিক কথা বল।” (আহ্যাব: ৭০)
“তাহা হইলে তিনি তোমাদের জন্য তোমাদের কর্ম ত্রুটি মুক্ত করিবেন এবং তোমাদের পাপ ক্ষমা করিবেন। যাহারা আল্লাহ্ ও তাঁহার রাসূলের আনুগত্য করে, তাহারা অবশ্যই মহাসাফল্য অর্জন করিবে।” (আহ্যাব: ৭১)
আমরা বিশ্বাস করি আল্লাহ্র বাণী প্রচারের মাধ্যমে আমরা নিজেদেরকে পাপ মুক্ত করতে পারবো। যা প্রতিটি মানুষের পক্ষেই সম্ভব। তাই প্রত্যেক মানুষের পাপ মুক্তির পথ তার সামনে উন্মোচিত করে দেয়া আমাদের প্রথম ও প্রধানতম দায়ীত্ব বলে আমরা বিশ্বাসী। আমরা প্রত্যেকে প্রতিদিন অন্তত এক জন মানুষকে সত্যের দিকে আহবান করবো ইনশাল্লাহ্ এর বিনিময়ে আল্লাহ্ আমাদেরকে মহাপুরস্কারে পুরস্কৃত করতে পারেন বলে আমরা আশাবাদী ও বিশ্বাসী। আল্লাহ্ পবিত্র কুরআনে ঘোষনা করেছেন,
“কেহ কোন ভাল কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ (ভাগ) থাকিবে এবং কেহ কোন মন্দ কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ (ভাগ) থাকিবে। আল্লাহ্ সর্ববিষয়ে নজর রাখেন।” (নিসা: ৮৫)
আল্লাহ্ রাব্বুল আল্-আমীন ঘোষিত এই সুযোগও প্রত্যেক মানুষের গ্রহণ করা ইমানী দায়ীত্ব বলে আমরা বিশ্বাস করি। তাই সকলে মিলে আমরা এগিয়ে যেতে চাই সত্য ও সরল পথের দিকে, আর নিজেদেরকে সমর্পণ করতে চাই সে রাস্তায় যে রাস্তা আল্লাহ্ পছন্দ করেন।
We would like to introduce ourselves as preachers of holy Quran. Man is completely baseless without the implement in life the law and order of Allah. On the contrary, the works of whole life will be in vain without complete belief. It is happening only for the lacking of knowledge about the stipulated law and order of Allah.
So, it is the holy duty and responsibility for every believer to put forth the miracles of holy Quran to each and everybody and we want to encourage to abide the law and order of Allah for knowing the real truth. It is also our efforts in that sense. Allah has proclaimed in the holy Quran.
“O you who believe! Fear Allah, and always say word directed to the Right;” (33:70)
“That He may make your conduct whole and sound and forgive you your sins: He that obeys Allah and His Messenger, has already attained the highest achievement.” (33:71)
We believe, we can completely rectify ourselves by preaching of the message of Allah that is holy Quran. It is quite possible for everybody if we desire so. We believe, it is our fast and foremost duty and responsibility to flourish the holy and real way to the men those who are drowned in devil works. Each we will invite at least one person in everyday to the path of Allah inshallah. We are completely sanguine and believe, Allah can give us the great award for this reason. Allah has proclaimed in the holy Quran:-
“Whoever recommends and helps a good cause becomes a partner therein: And whoever recommends and helps an evil cause, shares in its burden: And Allah has power over all things.” (4:85)
We also believe it is the fast and foremost for the believers to take the facilities of Allah each and everybody. So we want to go ahead with all for searching truth and right way at the same time we want to surrender to the path which is chosen by Allah.