১০৩। সূরা-আসর, আয়াত- ৩, মাক্কী- ১৩ 103. SURA AL-ASR, Ayat- 3, Makki- 13 |
বিছমিল্লা-হির রাহ’মা-নির রাহীম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। Bismi-LLahir-Rahmanir-Rahim In the name of Allah, Most Gracious, Most Merciful |
|
ওয়াল ‘আসর। মহাকালের শপথ, Wal-‘ASRI By (the token of) time (through the ages), |
1 |
ইন্নাল ইংছা-না লাফী খুছর। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, ’Innal-’Insana lafi khusrin Verily Man is in loss, |
2 |
ইল্লাল্লাযীনা আ-মানূ ওয়া ‘আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাব্রি। কিন্তু উহারা নয়, যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। ’Illalladhina ’amanu wa ‘amilus-salihati wa tawasaw bil Haqqi wa tawasaw-bis-Sabr. Except such as have Faith, and do righteous deeds, and (join together) in the mutual teaching of Truth, and of Patience and Constancy. |
3 |