১১০। সূরা-নাসর, আয়াত- ৩, মাদানী-১১৪ 110. SURA AN-NASR, Ayat- 3, Madani-114 |
বিছমিল্লা-হির রাহ’মা-নির রাহীম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। Bismi-LLahir-Rahmanir-Rahim In the name of Allah, Most Gracious, Most Merciful |
|
ইযা- জা-আ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ্। যখন আসিবে আল্লাহ্র সাহায্য ও বিজয়। ’Idha ja-’a NASRU-LLAHI wal-fat-hu When comes the help of Allah, and Victory, |
1 |
ওয়ারাআইতান্না-ছা ইয়াদ্খুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা-। এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহ্র দীনে প্রবেশ করিতে দেখিবে। Wa ra-’aytan-nasa, yadkhuluna fi Dini-LLahi ’afwaja. And you do see the people enter Allah’s Religion in crowds, |
2 |
ফাছাব্বিহ বিহাম্দি রাব্বিকা ওয়াছতাগ্ফিরহু ইন্নাহূ কা-না তাওওয়া-বা-। তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাঁহার নিকট ক্ষমা প্রার্থনা করিও, তিনি তো তওবা কবুলকারী। Fa-sabbih bi-Hamdi Rabbika wastaghfirh. ’Inna Hu kana Tawwaba. Celebrate the praises of your Lord, and pray for His forgiveness: For He is Oft-Returning (in Grace and Mercy). |
3 |