সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আকাশমন্ডলীর প্রতিপালক, পৃথিবীর প্রতিপালক, জগতসমূহের প্রতিপালক
Then Praise be to Allah, Lord of the Heavens and Lord of the Earth-Lord and Cherisher of all the Worlds!









হইতে / Form
পর্যন্ত / To

প্রিয় মুমিন ভাই ও বোনেরা,

ছালা-মুন ‘আলাইকুম।

পবিত্র কুরআনে আল্লাহ্ রাব্বুল আল্ আমীন তাগীদ দিয়েছেন,

“তোমাদের মধ্যে এমন একদল হউক যাহারা কল্যাণের দিকে আহবান করিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে ও অসৎকর্মে নিষেধ করিবে; ইহারাই সফলকাম।” (আলে ইমরান :১০৪)

আসুন আমরা যারা সফলতা অর্জনের আকাংখা অন্তরে লালন করছি, তারা একই সত্যের ছায়াতলে আশ্রয় গ্রহণ করি এবং সত্যকে সু-স্পষ্টভাবে প্রচার করি প্রতিনিয়ত, নিকটজন ও দুরের মানুষদের মধ্যে। যার ফলশ্রুতিতে ইহকাল ও পরকালে আল্লাহ্ আমাদেরকে মহা-পুরস্কার দান করতে পারেন এ আশা ও বিশ্বাস অন্তরে নিয়ে আসুন আমরা নিজেদেরকে সমর্পণ করি আল্লাহ্‌র নির্দেশিত সত্য ও ন্যায়ের পথে।


Dear Mumin Brothers and Sisters

Sala-mun ‘Alaykum.

Allah has proclaimed in the holy Quran.

“Let there arise out of you a band of people inviting to all that is good, enjoining what is right and forbidding what is wrong: they are the ones to attain felicity.” (3:104)

Please, come to the selected shade of truth and holiness those who are rearing in mind, the desire of success corn in life. Please, come to preach the truth to the nearest, dearest and farthest of ours spontaneously with vividness. Against of that, it is not impossible that Allah can give us the peace and grand award hereafter and thereafter. Please come to surrender to the truth and right way which is selected by Allah.

৮৩। সূরা মুত্বাফিকীন, আয়াত- ৩৬, মাক্কী- ৮৬।

83. SURA AL-MUTAFFIFIN, Ayat- 36, Makki- 86.

বিছমিল্লা-হির রাহ’মা-নির রাহীম

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

Bismi-LLahir-Rahmanir-Rahim

In the name of Allah, Most Gracious, Most Merciful

ওয়াইলুল্লিলমুতাফ্‌ফিফীন।

দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়,

Waylul-lil-mutaffifin.

Woe to those that deal in fraud-

01

আল্লাযীনা ইয়াকতা-লূ ‘আলান্না-ছি ইযাতাওফূন।

যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে,

’Alladhina ’idha-talu ‘alan-nasi yastawfun.

Those who, when they have to receive by measure from men, exact full measure,

02

ওয়া ইযা-কা-লূহুম আও ওয়াঝানূহুম ইউখছিরূন।

এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয়, তখন কম দেয়।

Wa ’idha kaluhum ’awwazanuhum yukhsirun.

But when they have to give by measure or weight to men, give less than due

03

আলা-ইয়াজু’ন্‌নু উলা-ইকা আন্নাহুম মাব‘ঊছূ’ন।

উহারা কি চিন্তা করে না যে, উহারা পুনরুত্থিত হইবে

’Ala yazunnu ’ula-’ika ’annahum-mab-‘uthuna.

Do they not think that they will be called to account?

04

লিয়াওমিন ‘আজীমি।

মহাদিবসে?

Li-Yawmin ‘Azim.

On a Mighty Day,

05

ইয়াওমা ইয়াকূ’মুন্না-ছূ লিরাব্বিল ‘আ-লামীন।

যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সম্মুখে।

Yawma yaqumun-nasu li-Rabbil-‘Alamin.

A Day when (all) mankind will stand before the Lord of the Worlds?

06

কাল্লা-ইন্না কিতা-বাল ফুজ্জা-রি লাফী ছিজ্জীন।

কখনও না, পাপাচারীদের ‘আমলনামা তো সিজ্জীনে আছে।

Kalla ’inna Kitabal-fujjari lafi Sijjin.

Nay! Surely the record of the wicked is (preserved) in Sijjin.

07

ওয়ামা- আদরা-কা মা-ছিজ্জীন।

সিজ্জীন সম্পর্কে তুমি কী জান?

Wa ma ’adraka ma Sijjin.

And what will explain to you what Sijjin is?

08

কিতা-বুম্‌মারকুম।

উহা চিহ্নিত ‘আমলনামা।

Kitabum-marqun.

(There is) a Register (fully) inscribed.

09

ওয়াইলুইঁ ইয়াওমাইযি’ল লিল্‌মুকায’যি’বীন।

সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারকারীদের,

Wayluny-yawma’idhil-lil-mukadh dhibin.

Woe, that Day, to those that deny-

10

আল্লাযীনা ইউকায’যি’বূনা বিইয়াওমিদ্দীন।

যাহারা কর্মফল দিবসকে অস্বীকার করে,

’Alladhina yukadh dhibuna bi-Yawmid-Din.

Those that deny the Day of Judgment.

11

ওয়ামা-ইউকায’যি’বু বিহী- ইল্লা-কুল্লু মু‘তাদিন আছীম।

কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারী ইহা অস্বীকার করে;

Wa ma yukadh dhibu bihi ’illa kullu mu‘-tadin ’athim.

And none can deny it but the Transgressor beyond bounds the Sinner!

12

ইযা-তুতলা- ‘আলাইহি আ-য়া-তুনা- কা-লা আছা-তীরুল আওওয়ালীন।

উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ‘ইহা পূর্ববর্তীদের উপকথা।’

’idha tutla ‘alayhi ’Ayatuna qala ’Asatirul-’Awwalin.

When Our Signs are rehearsed to him, he says, “Tales of the ancients!”

13

কাল্লা-বাল রা-না ‘আলা-কু’লূবিহিম মা-কা-নূ ইয়াকছিবূন।

কখনও নয়; বরং উহাদের কৃতকর্মই উহাদের হৃদয়ে জঙ্‌ ধরাইয়াছে।

Kalla bal; rana ‘ala qulubihim-ma kanu yaksibun.

By no means! But on their hearts is the stain of the (ill) which they do!

14

কাল্লা-ইন্নাহুম ‘আর রাব্বিহিম ইয়াওমাইযি’ল্‌ লামাহ্‌’জূবূন।

না, অবশ্যই সেই দিন উহারা উহাদের প্রতিপালক হইতে অন্তর্হিত থাকিবে;

Kalla ’innahum ‘ar-Rabbihim Yawma-’idhil-la-mah-jubun.

Verily, from (the Light of) their Lord, that Day, will they be veiled.

15

ছু’ম্মা ইন্নাহুম লাসা-লুল জাহীম।

অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে;

Thumma ’innahum lasalul-Jahim.

Further, they will enter the Fire of Jahannam.

16

ছু’ম্মা ইউকা-লূ হা-যাল্লাযী কুংতুম বিহী তুকায’যি’বূন।

তৎপর বলা হইবে, ‘ইহাই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে।’

Thumma yuqalu hadhal-ladhi kuntun-bihi tukadhdhibun.

Further, it will be said to them: “This is the (reality) which you rejected as false!

17

কাল্লা-ইন্না কিতা-বাল আবরা-রি লাফী ‘ইল্লিইঈন।

অবশ্যই পুণ্যবানদের ‘আমলনামা ‘ইল্লিয়্যীনে,

Kalla ’inna Kitabal-’Abrari lafi ‘Illiyyin.

Day, verily the record of the Righteous is (preserved) in ‘Illiyyin.

18

ওয়ামা- আদরা-কা মা-‘ইল্লিইয়ূন।

‘ইল্লিয়্যীন সম্পর্কে তুমি কী জান?

Wa ma ’adraka ma ‘Illiy-yun.

And what will explain to you what ‘Illiyyun is?

19

কিতা-বুমমারকূ’ম।

উহা চিহ্নিত ‘আমলনামা।

Kitabum-marqum.

(There is) a Register (fully) inscribed,

20

ইয়াশহাদুহুল মুকাররাবূন।

যাহারা আল্লাহ্‌র সান্নিধ্যপ্রাপ্ত তাহারা উহা দেখে।

Yash-hadu-hul-Muqarrabun.

To which bear witness those Nearest (to Allah).

21

ইন্নাল আবরা-রা লাফী না‘ঈম।

পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে,

’Innal-’Abrara lafi Na-‘im.

Truly the Righteous will be in Bliss:

22

‘আলাল আরা-ইকি ইয়াংজু’রুন।

তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে।

‘Alal-’ara-’iki yanzurun.

On Thrones (of Dignity) will they command a sight (of all things):

23

তা‘রিফু ফী উজূহিহিম নাদ’রাতান্না‘ঈম।

তুমি তাহাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখিতে পাইবে,

Ta‘rifu fi wujuhi-him nadratan-Na-‘im.

You will recognize in their faces the beaming brightness of Bliss.

24

ইউছকাওনা মির রাহীকি’মমাখতূম।

তাহাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করান হইবে;

Yusqawna mir-rahiqim-makhtum.

Their thirst will be slaked with Pure Wine sealed:

25

খিতা-মুহূ মিছকুওঁ ওয়া ফী যা-লিকা ফালইয়াতানা-ফাছিল মুতানা-ফিছূন।

উহার মোহর মিস্‌কের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক।

Khitamuhu misk; wa fi dhalika fal-yatanafasil-muta-nafisun.

The seal thereof will be Musk: And for this let those aspire, who have aspirations:

26

ওয়া মিঝা-জুহূ মি তাছনীম।

উহার মিশ্রণ হইবে তাস্‌নীমের,

Wa mizajuhu min-Tasnim

With it will be (given) a mixture of Tasnim:

27

‘আইনাইঁ ইয়াশরাবু বিহাল মুকাররাবূন।

ইহা একটি প্রস্রবণ, যাহা হইতে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে।

‘Aynany-yashrabu bihal-Muqarrabun.

A spring, from (the waters) whereof drink those Nearest to Allah.

28

ইন্নাল্লাযীনা আজরামূ কা-নূ মিনাল্লাযীনা আ-মানূ ইয়াদ’হাকূন।

যাহারা অপরাধী তাহারা তো মু’মিনদেরকে উপহাস করিত।

’innalladhina ’ajramu kanu minalldhina ’amanu yadhakun.

Those in sin used to laugh at those who believed,

29

ওয়া ইযা-মার্‌রূ বিহিম ইতাগা-মাঝূন।

এবং উহারা যখন মু’মিনদের নিকট দিয়া যাইত তখন চক্ষু টিপিয়া ইশারা করিত।

Wa ’idha marru bihim yatagha mazun.

And whenever they passed by them, used to wink at each other (in mockery);

30

ওয়া ইযাংকালাবূ-ইলা- আহলিহিমুংকালাবূ ফাকিহীন।

এবং যখন উহাদের আপনজনের নিকট ফিরিয়া আসিত তখন উহারা ফিরিত উৎফুল্ল হইয়া,

Wa ’idhan-qalabu ’ila ’ahlihimun-qalabu fakihin.

And when they returned to their own people, they would return jesting;

31

ওয়া ইযা-রাআওহুম কা-লূ- ইন্না হা্-উলা-ই লাদা-ল্‌লূন।

এবং যখন উহাদেরকে দেখিত তখন বলিত, ‘ইহারাই তো পথভ্রষ্ট।’

Wa ’idha ra-’awhum qalu ’inna ha-’ula-’i la-dallun.

And whenever they saw them, they would say, “Behold! These are the people truly astray!”

32

ওয়ামা- উরছিলূ ‘আলাইহিম হা-ফিজীন।

উহাদেরকে তো তাহাদের তত্ত্বাবধায়ক করিয়া পাঠান হয় নাই।

Wa ma ’ursilu ‘alayhim Hafizin.

But they had not been sent as keepers over them!

33

ফালইয়াওমাল্লাযীনা আ-মানূ মিনাল কুফফা-রি ইয়াদ’হাকূন।

আজ মু’মিনগণ উপহাস করিতেছে কাফিরদেরকে,

Fal-Yawmalladhina ’aman-u minal-kuffari yadhakun.

But on this Day the Believers will laugh at the Unbelievers:

34

‘আলাল আরা-ইকি ইয়াংজু’রূন।

সুসজ্জিত আসন হইতে উহাদেরকে অবলোকন করিয়া।

‘Alal-’ara-’iki yanzurun.

On Thrones (of Dignity) they will command (a sight) (of all things).

35

হাল ছু’ওবি’বাল কুফফা-রু মা-কা-নূ ইয়াফ‘আলূন।

কাফিররা উহাদের কৃতকর্মের ফল পাইল তো?

Hal-thuw-wibal-kuffaru makanu yaf-‘alun.

Will not the Unbelievers have been paid back for what they did?

36

01. সুরা ফাতিহা / Fatihah 02. সুরা বাকারাহ / Baqarah 03. সুরা আলে-ইমরান /
Aal-E-Imran
04. সুরা নিসা / Nisa 05. সুরা মায়িদা / Ma-'ida 06. সুরা আন্‌আম / An am 07. সুরা আ’রাফ / A raf 08. সুরা আন্‌ফাল / Anfal 09. সুরা তাওবা / Tawbah 10. সুরা ইউনুস / Yunus 11. সুরা হুদ / Hud 12. সুরা ইউসুফ / Yusuf 13. সুরা রায়াদ / Ra ad 14. সুরা ইব্রাহীম / Ibrahim 15. সুরা হিজ্বর / Hijr 16.সুরা নাহল / Nahl 17. সুরা বণী-ইস্রাঈল /
Bani Israil/Isra
18. সুরা কাহফ / Kahf 19. সুরা মারইয়াম / Maryam 20. সুরা ত্বা-হা / Taha 21. সুরা আম্বিয়া / Ambi-ya 22. সুরা হাজ্ব / Haz 23. সুরা মুমিনুন / Muminun 24. সুরা নূর / Nur 25. সুরা ফুরক্কান / Furqan 26. সুরা শু-আরা / Shuara 27. সুরা নামল / Naml 28. সুরা কাসাস / Qasas 29. সুরা আনকাবুত / Ankabut 30. সুরা রূম / Rum 31. সুরা লুকমান / Luqman 32. সুরা সাজদা / Sajdah 33. সুরা আহযাব / Ahzab 34. সুরা সাবা / Saba 35. সুরা ফাতির / Fatir 36. সুরা ইয়া-সীন / Ya-sin 37. সুরা সাফ্‌ফাত / Saffat 38. সুরা সাদ / Sad 39. সুরা যুমার / Zumar 40. সুরা মুমিন / Mumin 41. সুরা হা-মীম আস্‌-সাজদা /
Hamim As-sajdah
42. সুরা শুরা / Shuraa 43. সুরা যুখ্‌রুফ / Zukhruf 44. সুরা দু-খান / Dukhan 45. সুরা জাসিয়া / Jathiyah 46. সুরা আহকাফ / Ahqaf 47. সুরা মুহাম্মদ /
Muhammad
48. সুরা ফাতহ / Fath 49. সুরা হুজুরাত / Hujurat 50. সুরা ক্কাফ / Qaf 51. সুরা জ্বারিয়াত / Jariyat 52. সুরা তুর / Tur 53. সুরা নাজ্‌ম / Najm 54. সুরা ক্কামার / Qamar 55. সুরা আর-রহমান /
Ar-Rahman
56. সুরা ওয়াক্কিআহ / Waqiah 57. সুরা হাদীদ / Hadid 58. সুরা মুজ্বাদালা / Mujadala 59. সুরা হাশর / Hashr 60. সুরা মুমতাহানা /
Mumtahanah
61. সুরা ছাফ / Saf 62. সুরা জুমু্আহ / Jumuah 63. সুরা মুনাফিকুন /
Munafiqun
64. সুরা তাগাবুন / Taghabun 65. সুরা তালাক / Talaq 66. সুরা তাহরীম / Tahrim 67. সুরা মুল্‌ক / Mulk 68. সুরা ক্কালাম / Qalam 69. সুরা হাক্‌কা / Haqqah 70. সুরা মা-আ-রীজ / Ma arij 71. সুরা নুহ / Nuh 72. সুরা জ্বিন / Jinn 73. সুরা মুজাম্মিল /
Muzzammil
74. সুরা মুদাচ্ছির /
Muddaththir
75. সুরা কিয়ামাহ / Qiyamah 76. সুরা দাহর / Dahar 77. সুরা মুরছালাত / Mursalat 78. সুরা নাবা / Naba 79. সুরা না-যিআত / Nazi-'at 80. সুরা আবাছা / Abasa 81. সুরা তাকবীর / Takbir 82. সুরা ইনফিতার / Infitar 83. সুরা মুত্বাফিফীন /
Mutaffifin
84. সুরা ইনশিক্কাক / Inshiquq 85. সুরা বুরুজ / Buruj 86. সুরা তারিক / Tariq 87. সুরা আ’লা / Ala 88. সুরা গা-শিয়াহ /
Ghashiyah
89. সুরা ফাজর / Fajr 90. সুরা বালাদ / Balad 91. সুরা শাম্‌স / Shams 92. সুরা লাইল / Layl 93. সুরা দুহা / Duhaa 94. সুরা নাশরাহ / Nashrah 95. সুরা ত্বীন / Tin 96. সুরা আলাক্ব / Alaq 97. সুরা ক্বদর / Qudr 98. সুরা বাইয়্যিনাহ /
Bayyinah
99. সুরা যিলযাল / ZilZal 100. সুরা আদীয়াত / Adiyat 101. সুরা ক্বারিয়াহ / Qariah 102. সুরা তাকাছুর / Takathur 103. সুরা আসর / Asr 104. সুরা হুমাযাহ / Humazah 105. সুরা ফীল / Fil 106. সুরা কুরাইশ / Quraysh 107. সুরা মাউন / Maun 108. সুরা কাওছার / Kawthar 109. সুরা কা-ফিরুন / Kafirun 110. সুরা নাস্‌র / Nasr 111. সুরা লাহাব/ Lahab 112. সুরা ইখলাস / Ikhlas 113. সুরা ফালাক / Falaq 114. সুরা নাস / Nas

01. সুরা ফাতিহা 02. সুরা বাকারাহ 03. সুরা আলে-ইমরান 04. সুরা নিসা 05. সুরা মায়িদা 06. সুরা আন্‌আম 07. সুরা আ’রাফ 08. সুরা আন্‌ফাল 09. সুরা তাওবা 10. সুরা ইউনুস 11. সুরা হুদ 12. সুরা ইউসুফ 13. সুরা রায়াদ 14. সুরা ইব্রাহীম 15. সুরা হিজ্বর 16.সুরা নাহল 17. সুরা বণী-ইস্রাঈল 18. সুরা কাহফ 19. সুরা মারইয়াম 20. সুরা ত্বা-হা 21. সুরা আম্বিয়া 22. সুরা হাজ্ব 23. সুরা মুমিনুন 24. সুরা নূর 25. সুরা ফুরক্কান 26. সুরা শু-আরা 27. সুরা নামল 28. সুরা কাসাস 29. সুরা আনকাবুত 30. সুরা রূম 31. সুরা লুকমান 32. সুরা সাজদা 33. সুরা আহযাব 34. সুরা সাবা 35. সুরা ফাতির 36. সুরা ইয়া-সীন 37. সুরা সাফ্‌ফাত 38. সুরা সাদ 39. সুরা যুমার 40. সুরা মুমিন 41. সুরা হা-মীম আস্‌-সাজদা 42. সুরা শুরা 43. সুরা যুখ্‌রুফ 44. সুরা দু-খান 45. সুরা জাসিয়া 46. সুরা আহকাফ 47. সুরা মুহাম্মদ 48. সুরা ফাতহ 49. সুরা হুজুরাত 50. সুরা ক্কাফ 51. সুরা জ্বারিয়াত 52. সুরা তুর 53. সুরা নাজ্‌ম 54. সুরা ক্কামার 55. সুরা আর-রহমান 56. সুরা ওয়াক্কিআহ 57. সুরা হাদীদ 58. সুরা মুজ্বাদালা 59. সুরা হাশর 60. সুরা মুমতাহানা 61. সুরা ছাফ 62. সুরা জুমু্আহ 63. সুরা মুনাফিকুন 64. সুরা তাগাবুন 65. সুরা তালাক 66. সুরা তাহরীম 67. সুরা মুল্‌ক 68. সুরা ক্কালাম 69. সুরা হাক্‌কা 70. সুরা মা-আ-রীজ 71. সুরা নুহ 72. সুরা জ্বিন 73. সুরা মুজাম্মিল 74. সুরা মুদাচ্ছির 75. সুরা কিয়ামাহ 76. সুরা দাহর 77. সুরা মুরছালাত 78. সুরা নাবা 79. সুরা না-যিআত 80. সুরা আবাছা 81. সুরা তাকবীর 82. সুরা ইনফিতার 83. সুরা মুত্বাফিফীন 84. সুরা ইনশিক্কাক 85. সুরা বুরুজ 86. সুরা তারিক 87. সুরা আ’লা 88. সুরা গা-শিয়াহ 89. সুরা ফাজর 90. সুরা বালাদ 91. সুরা শাম্‌স 92. সুরা লাইল 93. সুরা দুহা 94. সুরা নাশরাহ 95. সুরা ত্বীন 96. সুরা আলাক্ব 97. সুরা ক্বদর 98. সুরা বাইয়্যিনাহ 99. সুরা যিলযাল 100. সুরা আদীয়াত 101. সুরা ক্বারিয়াহ 102. সুরা তাকাছুর 103. সুরা আসর 104. সুরা হুমাযাহ 105. সুরা ফীল 106. সুরা কুরাইশ 107. সুরা মাউন 108. সুরা কাওছার 109. সুরা কা-ফিরুন 110. সুরা নাস্‌র 111. সুরা লাহাব 112. সুরা ইখলাস 113. সুরা ফালাক 114. সুরা নাস

01. Sura Al-Fatiha 02. Sura Al-Baqara 03. Sura Aal-E-Imran 04. Sura An-Nisa 05. Sura Al-Ma-'ida 06. Sura Al-Anaam 07. Sura Al-Araf 08. Sura Al-Anfal 09. Sura At-Tawba 10. Sura Yunus 11. Sura Hud 12. Sura Yusuf 13. Sura Ar-Rad 14. Sura Ibrahim 15. Sura Al-Hijr 16. Sura An-Nahl 17. Sura Bani Israil/Isra 18. Sura Al-Kahf 19. Sura Maryam 20. Sura Ta-Ha 21. Sura Al-Ambi-ya 22. Sura Al-Hajj 23. Sura Al-Mumenoon 24. Sura An-Noor 25. Sura Al-Furqan 26. Sura Ash-Shu’ara 27. Sura An-Naml 28. Sura Al-Qasas 29. Sura Al-Ankaboot 30. Sura Ar-Rum 31. Sura Luqman 32. Sura As-Sajda 33. Sura Al-Ahzab 34. Sura Saba 35. Sura Fatir 36. Sura Ya-Seen 37. Sura As-Saaffat 38. Sura Sad 39. Sura Az-Zumar 40. Sura Al-Mumin 41. Sura Fussilat 42. Sura Ash-Shura 43. Sura Az-Zukhruf 44. Sura Ad-Dukhan 45. Sura Al-Jathiya 46. Sura Al-Ahqaf 47. Sura Muhammad 48. Sura Al-Fath 49. Sura Al-Hujraat 50. Sura Qaf 51. Sura Adh-Dhariyat 52. Sura At-Tur 53. Sura An-Najm 54. Sura Al-Qamar 55. Sura Ar-Rahman 56. Sura Al-Waqia 57. Sura Al-Hadid 58. Sura Al-Mujadila 59. Sura Al-Hashr 60. Sura Al-Mumtahina 61. Sura As-Saff 62. Sura Al-Jumua 63. Sura Al-Munafiqoon 64. Sura At-Taghabun 65. Sura At-Talaq 66. Sura At-Tahrim 67. Sura Al-Mulk 68. Sura Al-Qalam 69. Sura Al-Haaqqa 70. Sura Al-Maarji 71. Sura Nooh 72. Sura Al-Jinn 73. Sura Al-Muzzammil 74. Sura Al-Muddaththir 75. Sura Al-Qiyama 76. Sura Al-Dahar 77. Sura Al-Mursalat 78. Sura An-Naba 79. Sura An-Nazi-'at 80. Sura Abasa 81. Sura At-Takwir 82. Sura Al-Infitar 83. Sura Al-Mutaffifin 84. Sura Al-Inshiqaq 85. Sura Al-Burooj 86. Sura At-Tariq 87. Sura Al-Ala 88. Sura Al-Ghashiya 89. Sura Al-Fajr 90. Sura Al-Balad 91. Sura Ash-Shams 92. Sura Al-Lail 93. Sura Ad-Dhuha 94. Sura Al-Inshirah 95. Sura At-Tin 96. Sura Al-Alaq 97. Sura Al-Qadr 98. Sura Al-Bayyina 99. Sura Al-ZilZal 100. Sura Al-Adiyat 101. Sura Al-Qaria 102. Sura At-Takathur 103. Sura Al-Asr 104. Sura Al-Humaza 105. Sura Al-Fil 106. Sura Quraish 107. Sura Al-Maun 108. Sura Al-Kauther 109. Sura Al-Kafiroon 110. Sura An-Nasr 111. Sura Al-Lahab 112. Sura Al-Ikhlas 113. Sura Al-Falaq 114. Sura An-Nas

Flag Counter