শপথ তাহাদের যাহারা সারিবদ্ধভাবে দন্ডায়মান (৩৭:১)
ও যাহারা কঠোর পরিচালক (৩৭:২)
এবং যাহারা ‘যিকির’ আবৃত্তিতে রত- (৩৭:৩)
নিশ্চয়ই তোমাদের ইলাহ্ এক, (৩৭:৪)
যিনি আকাশমন্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের। (৩৭:৫)
সোয়াদ, শপথ উহাদেশপূর্ণ কুরআনের! (৩৮:১)
শপথ সুস্পষ্ট কিতাবের; (৪৩:২)
শপথ সুস্পষ্ট কিতাবের। (৪৪:২)
কা-ফ্, শপথ সম্মানিত কুরআনের (৫০:১)
শপথ ধূলিঝঞ্ঝার, (৫১:১)
শপথ কর্ম বণ্টনকারী ফিরিশ্তাগণের- (৫১:৪)
শপথ বহু পথবিশিষ্ট আকাশের, (৫১:৭)
আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! অবশ্যই তোমাদের বাক্স্ফূর্তির মতই এই সকল সত্য। (৫১:২৩)
শপথ তূর পর্বতের, (৫২:১)
শপথ কিতাবের, যাহা লিখিত আছে (৫২:২)
উন্মুক্ত পত্রে, (৫২:৩)
শপথ বায়তুল মা‘মূরের, (৫২:৪)
শপথ সমুন্নত আকাশের, (৫২:৫)
এবং শপথ উদ্বেলিত সমুদ্রের- (৫২:৬)
শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ুর, (৭৭:১)
আর প্রলয়ঙ্করী ঝটিকার, (৭৭:২)
শপথ সঞ্চালনকারী বায়ুর, (৭৭:৩)
আর মেঘপুজ্ঞ বিচ্ছিন্নকারী বায়ুর, (৭৭:৪)
এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ- (৭৭:৫)
এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ- (৭৭:৬)
নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবশ্যম্ভাবী। (৭৭:৭)
যখন নক্ষত্ররাজির আলো নির্বাপিত হইবে, (৭৭:৮)
যখন আকাশ বিদীর্ণ হইবে। (৭৭:৯)
এবং যখন পর্বতমালা উন্মুলিত ও বিক্ষিপ্ত হইবে (৭৭:১০)
সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। (৫৬:৫০)
তোমাদের আত্মীয়-স্বজন ও সন্তান-সন্ততি কিয়ামতের দিন তোমাদের কোন কাজে আসিবে না। আল্লাহ্ তোমাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন; তোমরা যাহা কর তিনি তাহা দেখেন। (৬০:৩)